স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:০৪ পিএম, ১৯ আগস্ট ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভায় উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, ইনোভেশন, আইসিটি এবং যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করা হয়। সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেন। প্রস্তাবটি সব সদস্যের আলোচনার পর সমর্থিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, “সম্প্রতি আমাদের পাশের উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সকলের মতামতের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।”
তিনি আরও জানান, মোবাইল নিষিদ্ধের রেজল্যুশন সব স্কুল-কলেজে প্রেরণ করা হবে এবং যথাযথভাবে তা বাস্তবায়ন করা হবে।