পটিয়ায় প্রধান শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা


পটিয়ায় প্রধান শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ঈদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার বিওসি রোডে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল কান্তি দে সিএনজিচালিত অটোরিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা ছয়-সাতজন সন্ত্রাসী রিকশার গতি রোধ করে তাঁকে নামিয়ে বেধড়ক মারধর করে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সঙ্গে থাকা দুই শিক্ষক—তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষককে প্রথমে বিদ্যালয়ে নিয়ে যান। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা হাসপাতালে গিয়ে আহত শিক্ষককে দেখতে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া সুলতানা জানান, শ্যামল কান্তি দে গুরুতর আহত হওয়ায় তাঁকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিদ্যালয়ে অবস্থান নেয়।

হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় শ্যামল কান্তি দে বলেন, “বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও আমাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। জীবননাশের আশঙ্কায় আমি পটিয়া থানায় দুটি সাধারণ ডায়েরিও করেছি।”

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, “এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হয়েছে। ভুক্তভোগী আগে যে সাধারণ ডায়েরি করেছিলেন, তার ভিত্তিতেই নিয়মিত মামলা হবে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×