রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনে দগ্ধ একই পরিবারের ৩ জন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:৪৩ পিএম, ২২ আগস্ট ২০২৫
রাজধানীর গেন্ডারিয়ায় এক ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) এবং ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।
পরিবারের স্বজনরা জানান, তারা গেন্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় থাকতেন। পাশেই ছিল একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। মাঝরাতে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাসায়। এতে তিনজন দগ্ধ হন। পরে ভোরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, “মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।”
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহেব খান জানান, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারের পক্ষ থেকে ট্রান্সফরমার বিস্ফোরণের অভিযোগ এলেও ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ট্রান্সফরমার থেকে আগুন লাগেনি। ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বাসার চুলা থেকে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”