দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা


দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং একটি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এক বছর আগে সরকারি পৃষ্ঠপোষকতায় সংঘটিত হত্যাযজ্ঞ এবং ছাত্র ও সাধারণ জনগণের নেতৃত্বে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ একটি নতুন রাজনৈতিক পরিবর্তনের পথে রয়েছে।

সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।”

তিনি বলেন, “আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে।”

রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসীর মনোযোগ আরও জোরালোভাবে আকর্ষণ করতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ, যার শিরোনাম: ‘স্টেকহোল্ডার্স ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। স্থানীয় হোটেল বে ওয়াচে আজ এই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

প্রস্তাবিত সাত দফার মধ্যে রয়েছে - রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি; দাতাদের অব্যাহত সমর্থন নিশ্চিত করা; মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা চাওয়া; রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা; আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা; গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার প্রক্রিয়া দ্রুততর করা।

সূত্র: বাসস

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×