দুদকের তালিকায় ২ নেতার নাম, প্রতিবাদে মানববন্ধন ডেকে স্থগিত করলো এনসিপি


দুদকের তালিকায় ২ নেতার নাম, প্রতিবাদে মানববন্ধন ডেকে স্থগিত করলো এনসিপি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর লুটের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার নাম উঠে আসায় দলের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সোমবার (২৭ আগস্ট) বিকেলে হওয়ার কথা থাকা কর্মসূচিটি একদিন আগে স্থগিত ঘোষণা করা হয়েছে।

সংগঠনের নেতারা দাবি করেন, কোম্পানীগঞ্জের সাদাপাথর ইস্যুতে জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন (সাহান) ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এর প্রতিবাদে ২৭ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন আয়োজনের পরিকল্পনা করা হয়।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে নাজিম উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানববন্ধন কর্মসূচি জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, “আমাদের ওপর মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট খবর প্রচার এবং দুদকের প্রাথমিক প্রতিবেদনের প্রতিবাদে কর্মসূচি ডাকা হয়েছে।”

এরপর মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এনসিপির সিলেট জেলা সদস্য (প্রচার) ছালিম আহমদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মানববন্ধন স্থগিতের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “এনসিপি সব সময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি ও গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিকাল ৩টার দিকে যোগাযোগ করলে নাজিম উদ্দীন জানান, “সংগঠনের কিছু সদস্যের জরুরি কাজ পড়ায় সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে মানববন্ধন পেছানো হয়েছে। পুনর্নির্ধারিত সময় পরে জানানো হবে।”

উল্লেখ্য, ১৩ আগস্ট কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে লুটের ঘটনায় দুদক অভিযান চালায়। সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস সাদাত-এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রাথমিক প্রতিবেদনে পাঠায়। প্রতিবেদনে লুটপাটে সরাসরি বা পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিক ও প্রভাবশালীর নাম উল্লেখ করা হয়। তালিকায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপির দুই নেতার নামও উঠে আসে।

এর আগে ২১ আগস্ট বিকালে এনসিপি সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দুই নেতা এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। তারা বলেন, “এটি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এনসিপির কোনো নেতাকর্মী সাদাপাথর লুটে জড়িত নয়।”

মানববন্ধন স্থগিত হলেও দলের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে পরবর্তী শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×