কারাগারের সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি


কারাগারের সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

কুমিল্লা কারাগারের এক হত্যা মামলার আসামি নারী সোমবার সন্তান জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে মা ও নবজাতক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তিনি বলেন, হত্যার মামলার ওই আসামি কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা। ১১ আগস্ট তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার আরও জানান, প্রসব ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের প্রয়োজন। তখন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় জেলা কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের অনুমতি দেয়। দুপুরে তিনি কন্যা সন্তান প্রসব করেন।

হালিমা খাতুন জানিয়েছেন, মা ও শিশুর চিকিৎসাসেবা, খাবার এবং নবজাতকের পোশাকসহ যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×