জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের মেয়ে বুশরা


জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের মেয়ে বুশরা

বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বুশরা ইসলাম নাজিফা আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

বুশরা বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা মো. বেল্লাল হোসেনের মেয়ে।

এই প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর বুশরা আন্তর্জাতিক পর্যায়ে কাতারে আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

তার এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে তিনি মহান রাব্বুল আলআমিনের দরবারে দোয়া করে বলেন, বুশরা যেন কাতারের প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করতে পারেন।

ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে বুধবার (২৭ আগস্ট) বিকেলে বুশরার বাসায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বাউফল উপজেলা শাখার সভানেত্রী মোসা. সানজিদা আক্তার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, অফিস সম্পাদক মো. জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা মহমুদুল্লাহ, বাউফল পৌরসভার আমীর মাওলানা সেলিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×