বাঙালি কিশোরীকে অপহরণের অভিযোগ রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে


বাঙালি কিশোরীকে অপহরণের অভিযোগ রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৬ বছরের এক কিশোরীকে কক্সবাজারের উখিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট।

বুধবার (২৭ আগস্ট) উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার একটি বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, ভুক্তভোগী কিশোরীকে ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে হালিশহর থানা এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। অপহরণকারী রোহিঙ্গা যুবক আবদুল্লাহ আল মামুন নিজের পরিচয় বাঙালি হিসেবে উপস্থাপন করে কিশোরীর সঙ্গে মোবাইলে যোগাযোগ তৈরি করেছিল। পরে সহযোগীদের সঙ্গে তাকে ফুসলিয়ে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর কিশোরীকে একাধিক স্থানে স্থানান্তর করে লুকিয়ে রাখা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন চৌধুরী বলেন, “বুধবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার একটি বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে স্বাস্থ্যপরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×