চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার


চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আব্দুল মান্নান (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল মান্নান উপজেলার বেলতলি নয়াকান্দি গ্রামের মো. কালু ব্যাপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় ধনাগোদা নদীতে গোসল করতে নামেন আব্দুল মান্নান নামের ওই ব্যক্তি। অতিরিক্ত স্রোতের কারণে তিনি পানিতে ডুবে যান। পরবর্তীতে মতলব উত্তর ফায়ার স্টেশনের মাধ্যমে চাঁদপুর নৌ ফায়ার স্টেশনে সংবাদ দেয়া হয়।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে বিকাল ৪টায় নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিকের কাছে হস্তান্তর করা হয়। সূত্র: বাসস

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×