রাজধানীর আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম


রাজধানীর আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর আদাবর এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, রাত ৯৯৯ নম্বরে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় একটি গাড়ি নিয়ে যায়। ওই সময় চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। তখন এক পক্ষের লোক তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। আহত আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×