লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার


লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান প্রবেশ গেটসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজবাড়ীতে মাজার সংক্রান্ত একটি ঘটনার পর জেলায় নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে লালন আখড়াবাড়িতেও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পুলিশের সহকারী উপপরিদর্শক আলম হোসেন বেলা ৩টার দিকে আখড়াবাড়িতে গিয়ে সাংবাদিকদের বলেন, গতকাল রাজবাড়ীতে মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সেই কারণে বাড়তি সতর্কতার অংশ হিসেবে আমাদের পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত বিশেষ কিছু বিষয় মাথায় রেখে নেওয়া হয়েছে। এটি সরকার নির্দেশিত সতর্কতামূলক ব্যবস্থা, কোনো বিশেষ হুমকি বা হামলার তথ্যের ভিত্তিতে নয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×