চট্টগ্রামে নিজ বাসায় প্রবাসী খুন, স্ত্রীসহ আটক ২


চট্টগ্রামে নিজ বাসায় প্রবাসী খুন, স্ত্রীসহ আটক ২

চট্টগ্রাম নগরীতে পরকীয়ার জেরে এক প্রবাসী যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. আকিব (৩২)। তিনি মাসখানেক আগে দুবাই থেকে দেশে ফিরেছিলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আকিবের স্ত্রী পুষ্পা (২৫) ও তার সঙ্গে সম্পর্কিত যুবক সাইফুল ইসলাম (৩০)-কে আটক করেছে। সাইফুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়।

নিহত আকিব কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হলেও স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরে বসবাস করছিলেন।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবীর জানান, “দেশে ফেরার পর আকিব জানতে পারেন, তার স্ত্রীর সঙ্গে অন্য এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হচ্ছিল। শনিবার রাতে সাইফুল বাসায় আসলে ঝগড়ার একপর্যায়ে পুষ্পা ও সাইফুল মিলে আকিবকে মারধর করে। পরে সাইফুল ধারালো ছুরি দিয়ে আকিবকে একাধিকবার আঘাত করে। ধস্তাধস্তিতে সাইফুলও আহত হয়। প্রতিবেশীরা টের পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে পুষ্পা ও সাইফুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×