নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১১


নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১১

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মো. লাল মিয়া মৃধার ছেলে মো. হিরু মৃধা (৪০), পৌর শহরের দেওয়ানপাড়ার আবজাল সরদারের ছেলে শাফিন সরদার (১৯), জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), কাজীপাড়ার আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫), উজানচর দিরাজতুল্লা মৃধাপাড়ার মৃত আক্কাছ মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯), গোয়ালন্দ মৃর্ধা ডাঙ্গী এলাকার মকলেছুর রহমানের ছেলে মো. হায়াত আলী মৃর্ধা (২৯), মাল্লাপট্টি এলাকার শওকত সরদারের ছেলে মো. জীবন সরদার (২২), গোয়ালন্দ পৌরসভার আদর্শগ্রামের ছালামের ছেলে বিল্লু, মাল্লাপট্টি এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম শুভ (১৭), নতুন পাড়া মাল্লাপট্টি এলাকার মো. শওকত সরদারের ছেলে মো. জীবণ সরদার (২২), এবং ফরিদপুরের ডিগ্রীরচর বারখাদা এলাকার মো. নিজামউদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ ফেরদৌস সরদার (৩৬)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ভিডিও ফুটেজের ভিত্তিতে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। আরও ফুটেজ পর্যালোচনা চলছে এবং যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পুলিশ বাদী হতে পারে, যা এজাহারের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নিহতদের পরিবারের পক্ষ আজ বিকেলে আমাদের সঙ্গে আসবেন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×