স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৫০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
যশোরের বেনাপোলে প্রকাশ্যে মাকে মারধর করে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল কাগমারি কিন্ডার গার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ দায়েরের দুদিন পার হলেও পুলিশ এখনও ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।
অভিযোগ সূত্রে জানা যায়, শার্শার কাগমারি গ্রামের ওই স্কুলে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে মা–মেয়ের বাড়ি ফেরার পথে একদল যুবক তাদের পথরোধ করে। এসময় বেনাপোল দিঘীরপাড়ের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন, কাগমারির হাবুর ছেলে জিসান ও ভবারবেড়ের নাইমুরসহ ১০–১২ জন যুবক চার-পাঁচটি মোটরসাইকেল ও একটি সাদা প্রাইভেট কার নিয়ে সেখানে উপস্থিত হয়।
তাদের মধ্যে জিসান ও নাইমুর মেয়েটির মাকে নির্মমভাবে মারধর করে। এরপর সুমন অস্ত্রের মুখে ছাত্রীটিকে প্রাইভেট কারে তুলে নেয়। মায়ের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলেও দুর্বৃত্তরা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মা তিনজনের নাম উল্লেখ করে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, সুমন ও তার সহযোগীরা এর আগেও একই ধরনের অপহরণের চেষ্টা চালিয়েছিল। অথচ পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
কাগমারি কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, “স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অপরাধীদের ধরতে ও ছাত্রীকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযুক্ত সুমন পূর্বেও এমন ঘটনার সঙ্গে জড়িত ছিল।”