কুমিল্লায় বালুর স্তুপ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


কুমিল্লায় বালুর স্তুপ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বালুর স্তূপের নিচ থেকে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

নিহত আমিনুল বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের পারুয়ারা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় অটোরাইসমিল ব্যবসায়ী আলী আজ্জমের ছেলে। তবে এ ঘটনায় কারা জড়িত কিংবা কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, কাশবনের পাশে রাখা বালুর স্তূপে রক্তের দাগ দেখে স্থানীয়রা সন্দেহজনক অবস্থায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুর নিচ থেকে গলাকাটা লাশ উদ্ধার করে। তাদের ধারণা, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আমিনুলকে হত্যা করে মরদেহ গুম করার জন্য বালুর নিচে চাপা দেয়।

নিহতের বাবা আলী আজ্জম বলেন, “মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে সিলেট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আমার ছেলে। সর্বশেষ বুধবার রাত ১০টার দিকে তার সঙ্গে কথা হয়েছিল। আজ বিকেলে শুনলাম তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমার ছেলের কোনো শত্রু ছিল না। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় হত্যা করে মরদেহ বালুর নিচে পুঁতে রাখা হয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডির পৃথক টিম কাজ শুরু করেছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×