মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত


মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২) জীবন হারিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে এবং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

ঘটনাটি ঘটে ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে, যখন রিপন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে ইকোনমিক জোনের দিকে যাচ্ছিলেন। এই পথে তার মোটরসাইকেল একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার সকালে তিনি মারা যান।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল নিশ্চিত করেন, “রিপন সড়ক দুর্ঘটনায় মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা গেছেন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×