ভারতের অনুরোধ: দুর্গাপূজায় রপ্তানি ১২০০ টন ইলিশ


ভারতের অনুরোধ: দুর্গাপূজায় রপ্তানি ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতকে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, প্রতিবেশী সম্পর্কের অংশ হিসেবে এবং ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা সবসময়ই বলেছি, দেশের চাহিদাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তবে প্রতিবেশী হিসেবে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। এবারের পরিমাণ তুলনামূলক কম এবং দামও আগের চেয়ে বেশি।”

তিনি আরও জানান, “গতবারের মতো এবারও চাহিদার চেয়ে অনেক কম দেওয়া হচ্ছে। এছাড়া রপ্তানি মূল্যে বাড়তি চাপানো হয়েছে। আগে যা বলেছি, এবারও তাই—দেশের বাজার সবার আগে।”

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের রপ্তানি ইলিশের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ হাজার ৫২৫ টাকা।

বাংলাদেশ থেকে দুর্গাপূজার সময়ে প্রতিবছরই ইলিশ পাঠানো হয় ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে এ সময় চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। তবে এবারের রপ্তানির পরিমাণ গতবারের চেয়ে অনেক কম। গতবছর প্রথমে ৩ হাজার টনের অনুমতি দিলেও শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করেছিল সরকার।

এদিকে এবারের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের বাজারে চাহিদা বেশি থাকলেও কেন প্রতিবেশীকে ইলিশ পাঠানো হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×