বাংলাদেশসহ ৬ দেশে ভূমিকম্প অনুভূত


বাংলাদেশসহ ৬ দেশে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশে একযোগে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, তাদের রেকর্ডে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এ নিয়ে দুই সংস্থার তথ্যের মধ্যে সামান্য পার্থক্য দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে, ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, এটি আসামের উদলগুড়ি জেলার পূর্বদিকে অবস্থিত, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ ছাড়াও ভূমিকম্পটি ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের কিছু অঞ্চলে অনুভূত হয়েছে।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার বলেন, “উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। উৎপত্তিস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×