জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে: আমীর খসরু


জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে: আমীর খসরু

জাতীয় নির্বাচন আয়োজন বিলম্বিত হলে দেশ তীব্র সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সতর্কতা দেন।

আমীর খসরু বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের কিছু চাহিদা থাকতে পারে। তবে এসব চাহিদা পূরণের একমাত্র গণতান্ত্রিক উপায় হচ্ছে নির্বাচন। জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। এর বাইরে কিছু করলে গণতন্ত্র ব্যাহত হবে।

তিনি আরও বলেন, রাজপথের পর্ব শেষ হয়েছে। এখন সময় জনগণের কাছে ফিরে যাওয়ার। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের সম্মতি ও ম্যান্ডেট নিয়ে এগোতে হবে।

বিএনপির এই নেতা মনে করেন, জনসমর্থন ছাড়া যেকোনো উদ্যোগ গণতন্ত্রের প্রতি অসম্মান প্রদর্শন করে এবং সংবিধান অবমাননার পাশাপাশি সমাজে বিভেদ সৃষ্টি করে।

আলোচনায় বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতিও তুলে ধরা হয়।

এ প্রসঙ্গে আমীর খসরু বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন। সরকারকেই এসব ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে এবং যার যেখানে যা দরকার, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×