সুন্দরবন থেকে ছয় জেলেকে অপহরণ করল ভারতীয় জলদস্যুরা


সুন্দরবন থেকে ছয় জেলেকে অপহরণ করল ভারতীয় জলদস্যুরা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ভারতীয় জলদস্যুদের হাতে ছয় জেলেকে তুলে নেওয়া হয়েছে। জেলেরা জানায়, তারা সীমান্তবর্তী নদীতে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করা হয়। ঘটনা ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মামুন্দো নদীর মারঢাঙ্গা খাল, মামুন্দো ও বৈকেরি নদীর সংযোগস্থলসংলগ্ন হরিণটানা খাল এলাকায়।

অপহৃত জেলেদের মধ্যে শ্যামনগরের রাশিদুল ইসলাম (৩৫) ও আতাউর রহমান (৩২) শনাক্ত হয়েছেন। অপর চারজনের নাম এখনও জানা যায়নি। তারা সবাই উপজেলার কালিঞ্চি ও টেংরাখালী গ্রামের বাসিন্দা। জেলেদের অপহরণের খবর লোকালয়ে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, অপহরণকারীরা ভারতীয় নৌযান ব্যবহার করে এলে গ্রামবাসী পুলিশ ও বিজিবিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হন। তবে বিজিবি সদস্যরা মাঝপথে তাদের আটকে দেন।

অপহরণের তথ্য জানা যায়, ৯ সদস্যের জলদস্যু দলটি ভারতীয় নৌযানে এসে কয়েকজন জেলেকে আগ্নেয়াস্ত্রের মুখে তুলে নেয়। বৈকেরির হরিণটানা খাল থেকে একটি নৌকার মালিক মমতাজ ভাঙি মোশারফ হোসেন জানান, তার নৌকার একজন জেলেসহ তিনজনকে দস্যুরা তুলে নিয়ে যায়। জলদস্যুরা নিজেদের ‘কাজল-মুন্না বাহিনী’ হিসেবে পরিচয় দিয়েছে। জিম্মি হয়ে থাকা কয়েকজন জেলের কাছেও এই পরিচয় নিশ্চিত হয়েছে। জানা গেছে, সম্প্রতি তাদের তিন সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং স্বীকার করেছেন যে, জেলেদের জিম্মি করে আদায়কৃত মুক্তিপণ ভারতে পাঠানো হয়েছে।

টেংরাখালী গ্রামের নুরুল হক অপহরণের কবল থেকে কৌশলে রক্ষা পান। তিনি বলেন, মঙ্গলবার বনবিভাগ থেকে অনুমতিপত্র নিয়ে তিনজন বনে যান। বুধবার বেলা ১১টার দিকে ভারতীয় নৌযান নিয়ে আসা দস্যুরা তাদের অপহরণের চেষ্টা করলেও তারা নৌকা থেকে বনে পালিয়ে যান।

রমজাননগর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, ছয় জেলেকে অপহরণের খবর পেয়ে শতাধিক গ্রামবাসী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না মেলায় পথিমধ্যে তাদের আটকা দেওয়া হয়।

কৈখালী কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, জেলেদের অপহরণ এবং গ্রামবাসীর রওনার বিষয়টি তাদের জানা আছে। তারা নিজস্বভাবে বিষয়টি পর্যবেক্ষণ করবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, দুই সপ্তাহ আগে যশোরের বিভিন্ন এলাকা থেকে একই জলদস্যু বাহিনীর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার আরও কয়েকজন জেলের অপহরণের খবর পাওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু পরে ফিরে আসতে হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×