সন্দ্বীপে মাথায় তুলে আছাড় মেরে শিশুকে হত্যা, অভিযুক্তের ঘরে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:২৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের সন্দ্বীপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারাল পাঁচ বছরের এক শিশু। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ আলী। সে স্থানীয় অটোরিকশাচালক আবু তাহেরের একমাত্র ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, ইতালিপ্রবাসী জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি শিশু আলীকে দুই দফায় মাথায় আছড়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে চট্টগ্রামে পৌঁছালে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী ক্ষোভে জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ জানায়, ঘটনার সময় জাহাঙ্গীর শিশুটিকে কোলে তুলে আদর করার ভান করে হঠাৎ মাথায় আছড়ে দেন। এতে শিশু আলী অচেতন হয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
৫ নম্বর ওয়ার্ডের স্থানীয়রা জানান, আবু তাহেরের পাঁচ সন্তানের মধ্যে একমাত্র ছেলে ছিল আলী। তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। এলাকাবাসীও হতবাক—একটি নিরীহ শিশুকে এভাবে হত্যা করা যায়, তা কেউ কল্পনাও করতে পারেনি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।