বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: দুদু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:২৪ এম, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বিএনপি এখন পর্যন্ত কাউকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, মনোনয়ন বোর্ড গঠনের পরই প্রার্থী চূড়ান্ত করা হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী ইউনিয়নে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এখন ভোটারদের কাছে যাচ্ছি ধানের শীষ প্রতীকের পক্ষে। সাধারণ মানুষের বিশ্বাস—বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।”
দিনব্যাপী আলমডাঙ্গার ভালাইপুর, আসমানখালী ও হারদী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করে বিএনপি। এসব কর্মসূচির মধ্যে আসমানখালীর সভায় শামসুজ্জামান দুদু আরো বলেন, “চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা এলাকার বহু সমস্যার সমাধান হয়নি। আমি দুইবার সংসদ সদস্য ছিলাম। প্রথমবার সরকার ছিল অল্প সময়ের, সেটা ছিল ১৫ ফেব্রুয়ারির নির্বাচন। পরেরবার ছিলাম ৩০-দলীয় জোটের অংশ।”
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে তিনি বলেন, “গরিব মানুষের জন্য বরাদ্দকৃত ভাতা পর্যন্ত তারা দেয়নি। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রমাণ করেছে—তারা কত বড় চোরের দল। দেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে, যা ছিল সাধারণ জনগণের, কৃষকের, শ্রমিকের ঘামে অর্জিত টাকা।”
তিনি আরও বলেন, “পাচার হওয়া সেই টাকা ফিরিয়ে আনতে হলে দরকার বিএনপি সরকার।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউপির সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি তানভির, সহসভাপতি আরিফুজ্জামান পিন্টু, সহসাধারণ সম্পাদক পিনু মুন্সী, সাবেক যুবদল নেতা ফারুক মল্লিক ও রমজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ.তালহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি রানা হামিদ, সিনিয়র সহসভাপতি বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহাউদ্দিনসহ খাদিমপুর, আসমানখালী, ভাংবাড়িয়া, হাটবোয়ালিয়া, হারদী ও কুমারী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।