সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক


সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের শার্শা সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার, ৮ অক্টোবর, দুপুরে পুটখালী গ্রামের উত্তরপাড়ায় চালানো অভিযানে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটক মনিরুজ্জামান (৩৭) পুটখালী গ্রামের বাসিন্দা ও কাদের আলীর ছেলে। তার কাছ থেকে ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার ওজন ১ কেজি ৪৯ গ্রাম।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন যে সীমান্তপথে ভারতে স্বর্ণ পাচারের প্রস্তুতি চলছে। এরপর দ্রুত টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে স্বর্ণসহ আটক করে।”

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। এই স্বর্ণ পরবর্তীতে যশোর ট্রেজারি শাখায় হস্তান্তর করা হয়।

আটক মনিরুজ্জামানকে চোরাচালান আইনে ব্যবস্থা নিতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×