খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৩১ পিএম, ০৯ অক্টোবর ২০২৫
খুলনা নগরীর খালিশপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকার বক্কর বস্তিতে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের জামাই মোহাম্মদ বাবু জানান, সম্প্রতি স্থানীয় মাদক ও মামলাবাজ চক্রের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন তারা। ওই চক্রের সদস্যরাই সকালে বক্কর বস্তিতে তার শ্বশুরের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, “৬-৭ জন মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমার শ্বশুর বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।”
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, নিহত সবুজ খানের দুই হাত, কনুই, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, “সবুজ নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।