খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত


খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সোহেল হাওলাদার নামের এক যুবককে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার রামনগর মানিক সর্দারের মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহত সোহেল হাওলাদার স্থানীয় রহিম নগরের বাসিন্দা রুস্তম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে আসেন। ঘটনার রাতে তিনি বাড়ির পাশের মাঠে অবস্থান করছিলেন। ওই সময় কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পরে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রূপসা থানার ওসি আ. সবুর খান বলেন, “রাতে রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন সোহেল হাওলাদার। বাড়ির পাশের মাঠে পৌঁছাতেই সন্ত্রাসীরা গুলি চালায়, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×