ভোট চাইতে গিয়ে কৃষকের ধান কেটে দিলেন মুফতি আমির হামজা
- কুষ্টিয়া প্রতিনিধি
- প্রকাশঃ ১১:১০ এম, ১২ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহকে সামনে রেখে কুষ্টিয়া সদর আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তিনি কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় কৃষক, শ্রমিক এবং অন্যান্য পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলেন।
গণসংযোগের একটি বিশেষ মুহূর্তে তিনি কয়েকজন কৃষকের ধান কেটে দেন। এই ঘটনার ভিডিও আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে নেতাকর্মীদের সঙ্গে তিনি কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরছেন। ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ধান কাটার কাজও তিনি করেন। ধান কাটা শেষে তিনি কৃষকদের সঙ্গে আলিঙ্গন করে নির্বাচনী লিফলেট বিতরণ করে বিদায় নেন।
এ সময় উপজেলা ও ইউনিয়নের জামায়াত ইসলামের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।