খুলনায় এনসিপি কার্যালয়ে ভাঙচুর, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:২৫ পিএম, ১২ নভেম্বর ২০২৫
খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও রূপসা বাইপাস সড়কে রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। একই রাতে খুলনা মহানগর ও জেলা এনসিপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে রূপসা বাইপাস সড়কের সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে যুবলীগের প্রায় ৪০-৫০ জন কর্মী মশাল মিছিল বের করে বলে পুলিশ ও স্থানীয় সুত্রের মাধ্যমে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। একই সময় পাওয়ার হাউজ মোড়ে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল করেন। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “মিছিলের ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচজনকে আটক করা হয়েছে।”
এদিকে, মঙ্গলবার গভীর রাতে নগরীর টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে দুর্বৃত্তরা হঠাৎ ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এনসিপি নেতাকর্মীরা পরে কার্যালয়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে।
এনসিপি খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান জানিয়েছেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, “বিকেল ৫টা পর্যন্ত এনসিপি কার্যালয়ে ভাঙচুরের কোনো মামলা দায়ের হয়নি। যদি এনসিপি নেতৃবৃন্দ মামলা করেন, আমরা তা গ্রহণ করব।”