বগুড়ায় "ইউনূস হটাও, দেশ বাঁচাও" লেখা ব্যানারসহ গ্রেফতার ৩


বগুড়ায় "ইউনূস হটাও, দেশ বাঁচাও" লেখা ব্যানারসহ গ্রেফতার ৩

বগুড়ার সারিয়াকান্দিতে ‘১৩ তারিখ লকডাউন’, ‘ইউনূস হটাও, দেশ বাঁচাও’ এবং ‘মশাল মিছিল সার্থক হোক’ লেখা ব্যানারসহ স্থানীয় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সারিয়াকান্দি সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করে। পরদিন বুধবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিলুর রহমান জানান, “গ্রেফতার তিনজন আগের একটি নাশকতার মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।”

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে ও বোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী হৃদয় হাসান (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সেনা ক্যাম্পের সদস্যরা। জিজ্ঞাসাবাদের সময় তাদের ব্যাগ তল্লাশি করে উল্লিখিত ব্যানারটি উদ্ধার করে। পরে তাদের থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×