গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০২:০২ পিএম, ১৭ নভেম্বর ২০২৫
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী অংশে সকালে হঠাৎ গাছের গুঁড়ি ফেলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ করে বিক্ষোভের নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল আটটার কিছু আগে তিলছড়া বাজার এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
হঠাৎ অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার বাস থেকে শুরু করে বিভিন্ন যান আটকে পড়ে, বিভ্রাটে পড়ে সাধারণ পথচারী ও যাত্রীরা। পরে বিক্ষোভের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে কয়েকজন কর্মী সড়কের ধারের গাছের গুঁড়ি টেনে এনে মহাসড়কের মাঝখানে ফেলে দেন। এরপর তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। প্রায় ৩০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, “কিছু লোক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ পৌঁছানোর পর তারা পালিয়ে যায়। পরে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।”