হাসিনার রায় থেকে শিক্ষা নেওয়া উচিত: ধর্ম উপদেষ্টা


হাসিনার রায় থেকে শিক্ষা নেওয়া উচিত: ধর্ম উপদেষ্টা

টেকনাফে এক ধর্মীয় সমাবেশে অতীতের কর্মকাণ্ড থেকেই ভবিষ্যতের পরিণতি নির্ধারিত হয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মানুষ যা করে, তার প্রতিফল একদিন না একদিন ফিরে আসে। তাঁর ভাষায়, যারা একসময় মানুষকে ফাঁসি দিয়েছেন, আজ তাঁরাই ফাঁসির রায় পেয়েছেন। “আল্লাহ কাউকে কখনোই ছেড়ে দেন না। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, অন্যায় কখনোই চিরদিন লুকিয়ে থাকে না” মন্তব্য করেন তিনি।

সোমবার ১৭ নভেম্বর রাতে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদীসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, অতীতের অন্যায় ও অবিচারের বিচার ইতিহাসের আদালতেই হয়। তাই ক্ষমতার দম্ভে নয়, ন্যায়নীতি ও সত্যের পথেই মুক্তি খুঁজে পাওয়া যায়।

ইয়াবা ব্যবসা নিয়ে তাঁর তীব্র ক্ষোভ প্রকাশ পায় বক্তব্যে। তিনি বলেন, “ইয়াবা ব্যবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না; এগুলো হারাম।” তাঁর দাবি, এই মাদক সমাজে খুনোখুনি, অস্থিরতা ও পারিবারিক ভাঙন তৈরি করছে। জনগণকে মাদক থেকে দূরে থেকে সমাজ রক্ষার আহ্বান জানান তিনি।

তরুণদের মাদকমুক্ত রাখতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রের যৌথ উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, তাঁর সময়ে মন্ত্রণালয় ছিল দুর্নীতিমুক্ত। তিনি বলেন, অনেক অর্থ তিনি রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছেন এবং সৎভাবে রাষ্ট্র পরিচালনা করাই দেশের অগ্রগতির পথ।

এ সময় ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির স্বার্থে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামিক দলগুলো এক হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।”

শেষ দিকে আলেম সমাজের ভূমিকা তুলে তিনি বলেন, “এ রাষ্ট্র একদিন আলেমদের হাতে আসবে; ইনশাআল্লাহ। আলেমদের নেতৃত্বেই দেশ আলোকিত হবে, উজ্জ্বল হবে।”

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×