গাজীপুরে কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


গাজীপুরে কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাঘেরবাজারের স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লিমিটেড কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ভয়াবহ আগুন লাগে, যা তিন ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দুপুর ১টার দিকে কারখানার ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। নিরাপত্তা কর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

জয়দেবপুর, শ্রীপুরসহ আশপাশের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানার ভিতরে দাহ্য পদার্থ ও কয়েল তৈরির কাঁচামাল থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় এবং আশেপাশের এলাকা বিপদে পড়ে।

ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। বর্তমানে সেখানে নজরদারি চলছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্তভাবে জানা যায়নি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×