ইরানের ছোড়া ড্রোন সিরিয়ার আকাশে গিয়ে ধ্বংস করছে ইসরায়েলি যুদ্ধবিমান


ইরানের ছোড়া ড্রোন সিরিয়ার আকাশে গিয়ে ধ্বংস করছে ইসরায়েলি যুদ্ধবিমান

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এবং আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে, একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান সিরিয়ার আকাশে গিয়ে একটি ইরানি 'শাহেদ-১৩৬' ড্রোনকে আটকে দিয়েছে।

লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ভিডিওটি মূলত ফেসবুকে পোস্ট করা হয়েছিল। এক্স-পোস্টেও একটি ক্রপ করা ভিডিও শেয়ার করা হয়।

ভিডিওগুলোতে তাতে দেখা যাচ্ছে, ইসরায়েলি যুদ্ধবিমানটি ফায়ার করে ড্রোনটিকে ভূপাতিত করছে। আল জাজিরার মতে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে দেরা অঞ্চলের আকাশে এই ঘটনাটি দেখা যায়।

এদিকে, ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের ওপর শুক্রবার (২০ জুন) বিকালে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুসারে, ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

 

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×