মস্কোতে পুতিনের সঙ্গে আমিরাত প্রেসিডেন্টের শীর্ষ বৈঠক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:১৬ পিএম, ০৭ আগস্ট ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার (৭ আগস্ট) মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ার মধ্যে আগামী সপ্তাহের শুরুতে আমিরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্ভাব্য সাক্ষাৎকে ঘিরে বিশ্ব রাজনীতিতে একটা ধূম্রজাল বিরাজ করছে।
শেখ মোহাম্মদ বলেন, তিনি আশা করেন এই রাশিয়া সফর উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক এবং আনন্দদায়ক ফল বয়ে আনবে। তিনি পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা সবসময় আমাদের দেশগুলোর মধ্যে সেতুবন্ধনকে শক্তিশালী করার চেষ্টা করি।"
আসন্ন পুতিন-ট্রাম্প বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়াকে ট্রাম্পের দেওয়া ‘আল্টিমেটাম’ শুক্রবার শেষ হবে। একইসঙ্গে, রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি আন্তর্জাতিক উত্তেজনাকে তীব্র করেছে।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রাশিয়ান ও ইউক্রেনীয় প্রেসিডেন্টদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার ‘খুব শিগগিরই’ ভালো সুযোগ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ ধারণাকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।
অপরদিকে, পুতিন জানিয়েছেন, আমিরাতে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। তবে জেলেনস্কির সঙ্গে বৈঠক থেকে তিনি এখনও অনেক দূরে আছেন কারণ ‘শর্ত’ পূরণ হয়নি। তিনি বলেন, “এই ধরনের পরিস্থিতি তৈরি হতে এখনো অনেক পথ বাকি।”