কেনিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ৬


কেনিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ৬

কেনিয়ার নাইরোবির উপকণ্ঠে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়নের পর কাইম্বুর এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিমানটি। তবে মাত্র ৪৫ মিনিট পর বিকেল ৩টার দিকে কাইম্বু এলাকায় গিয়ে তা বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কাইম্বুর কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, "আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছি। সবার অবস্থা আশঙ্কাজনক। যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও দুজনের মৃত্যু হয়েছে।"

বিমানটি ভেঙে পড়ার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকর্মীরা এবং কেনিয়া রেডক্রসের দল। ধ্বংসাবশেষ ঘেঁটে নিখোঁজদের খোঁজে অভিযান চালায় তারা।

ঘটনার পরপরই বিপুলসংখ্যক সাধারণ মানুষ এলাকায় ভিড় জমায়। এএফপির তোলা ছবিতে দেখা যায়, কৌতুহলী জনতা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা বলেন, "বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।"

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×