গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা


গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবিত গাজা শহর দখলের পরিকল্পনাকে দেশের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এই খবর প্রথম প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

পরিকল্পনার আওতায়, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্য আল জাজিরার একটি প্রতিবেদনে শুক্রবার (৮ আগস্ট) জানানো হয়।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহর দখলের পাশাপাশি, যুদ্ধে না জড়ানো সাধারণ জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করাও পরিকল্পনার অংশ।

এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতিতে জানা যায়, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় স্থানান্তর করা হবে। এর পর শহরে থাকা হামাস যোদ্ধাদের ঘিরে স্থল অভিযান পরিচালিত হবে।

ওয়াশিংটনের আল জাজিরা সাংবাদিক শিহাব রাটটানসি জানিয়েছেন, গাজা দখলের এই প্রস্তুতির সংকেত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর এই পরিকল্পনাকে অনুমোদন দিয়েছেন।

এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, "ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।"

গত সপ্তাহে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে এবং শিগগিরই নেতানিয়াহু তা ঘোষণা করবেন।

এরপর গত সোমবার ইসরায়েলের চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, “গাজা দখলের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে”— এই তথ্য দেওয়া হয় নেতানিয়াহুর কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×