বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ৩৩ আফগান সন্ত্রাসী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:১২ পিএম, ০৯ আগস্ট ২০২৫
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযান চালিয়ে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর।
বেলুচিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তানের একদল সন্ত্রাসী পাকিস্তানে অনুপ্রবেশ করে। সেনাবাহিনী তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে। সন্ত্রাসীরাও পাল্টা গুলি চালায়। কয়েক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধ শেষে ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আইএসপিআরের ভাষায়, “৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।”
অনুপ্রবেশকারীরা আফগান নাগরিক হলেও পাকিস্তানের তালেবানি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান (টিটিপি) সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে। বেলুচিস্তানে টিটিপির কার্যক্রম বিস্তারের জন্য তারা এই আক্রমণ চালিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থল থেকে বড় পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে।
আইএসপিআর আরও দাবি করেছে, নিহত সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট এবং পাকিস্তান “দেশের সীমান্ত রক্ষা এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
অপরদিকে, পাকিস্তানের বেতার সংস্থা রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার টিটিপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি বান্নু জেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে ধ্বংস করার কাজ শুরু করেছে। এ অভিযানে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: জিও নিউজ