ইরানে মোসাদবিরোধী অভিযানে ২০ গুপ্তচর আটক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:২৫ পিএম, ০৯ আগস্ট ২০২৫
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। সম্প্রতি চালানো এক অভিযানে দেশটি ২০ জন সন্দেহভাজন গুপ্তচরকে আটক করেছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানা গেছে, ইরানের নিরাপত্তা বাহিনী মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে। এই ব্যক্তিদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা দায়ের করা হয়েছে।
ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, “তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে।” এতে আরও বলা হয়, অভিযুক্তদের বিচার কঠোরভাবে পরিচালিত হবে।
এর আগেই দেশটি ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রুজবেহ ভাদি নামের ওই বিজ্ঞানী, জুন মাসে ইসরায়েলি হামলায় নিহত আরেক বিজ্ঞানীর গোপন তথ্য ফাঁস করেছিলেন বলে অভিযোগ ছিল। তার মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই নতুন এই গ্রেপ্তারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি জানান, গ্রেপ্তার হওয়া ২০ সন্দেহভাজনের মধ্যে কয়েকজনকে নির্দোষ প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি নির্দিষ্ট কতজনকে মুক্তি দেওয়া হয়েছে, তা প্রকাশ করেননি।
ইরানি সংবাদমাধ্যমগুলো জাহাঙ্গিরির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনো ছাড় দেবে না এবং দৃঢ় রায় দিয়ে সবার জন্য উদাহরণ তৈরি করবে।”
তিনি আরও বলেন, তদন্ত শেষে দোষীদের সম্পূর্ণ পরিচয় ও তথ্য প্রকাশ করা হবে।
এদিকে, চলতি বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে ইরানে। বিচার বিভাগ জানিয়েছে, গত কয়েক মাসে অন্তত আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শত শত ব্যক্তিকে আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।