আরব সাগরে মুখোমুখি নৌ-মহড়ায় ভারত-পাকিস্তান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫১ পিএম, ১১ আগস্ট ২০২৫
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আগামী ১১ ও ১২ আগস্ট আরব সাগরে পৃথক নৌ-মহড়া পরিচালনা করতে যাচ্ছে। মাত্র তিন মাস আগে চার দিনের সামরিক সংঘর্ষের পর এ মহড়া নতুন করে উত্তেজনার আবহ তৈরি করেছে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্ধারিত দুই দিন আরব সাগরে মহড়ায় অংশ নেবে। একই সময়ে পাকিস্তান নৌবাহিনীও অনুরূপ মহড়ার জন্য নোটাম জারি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গুজরাটের পোরবন্দর ও ওখা উপকূলে ভারতীয় নৌবাহিনীর মহড়া চলবে। কৌশলগত গুরুত্বের কারণে আরব সাগর শুধু আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্যই নয়, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।
এর আগে গত মাসে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান সীমান্তের কাছে বড় আকারের মহড়া পরিচালনা করে। বাহিনীর প্রধান অমর প্রীত সিং সম্প্রতি দাবি করেছেন, মে মাসে সংঘর্ষ চলাকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাঁচটি পাকিস্তানি জঙ্গি বিমান ও একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।