মার্কিন শুল্কের প্রতিবাদে ভারতীয় কৃষকদের পণ্য বয়কটের ডাক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৫৫ পিএম, ১৪ আগস্ট ২০২৫
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় সমঝোতা ব্যর্থ হওয়ার পর এবং মার্কিন শুল্ক বৃদ্ধির জেরে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন ভারতীয় কৃষক সংগঠনগুলো। কৃষকদের আশঙ্কা, মার্কিন চাপের মুখে কৃষি বাজার উন্মুক্ত করা হলে দেশীয় উৎপাদকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
চলতি মাসের শুরুর দিকের বাণিজ্য আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। পরে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় আরও ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করে ওয়াশিংটন। নয়াদিল্লি এই শুল্ককে "অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছে।
দিল্লির গ্রেটার নয়ডা এলাকায় অনুষ্ঠিত এক ট্রাক্টর র্যালি থেকে এক কৃষক বলেন, "কেউ যেন কোকা-কোলা না কেনে। এখন সময় লেবুর শরবত আর মহিষের দুধ খাওয়ার।"
আরেক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের কৃষিপণ্য রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এতে আমরা অর্ধেক লাভ পাব, আর যুক্তরাষ্ট্র দ্বিগুণ কর আদায় করবে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, "আমাদের কাছে কৃষকের কল্যাণই সর্বোচ্চ। ভারত কখনোই কৃষক, দুগ্ধ খাত ও জেলেদের স্বার্থে আপস করবে না।"
গত পাঁচ মাস ধরে চলা আলোচনায় যুক্তরাষ্ট্র কৃষি ও দুগ্ধজাত পণ্যে ছাড় দাবি করেছিল। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একে বর্ণনা করেছেন "বড় রেড লাইন" হিসেবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, ভারতের ৭০ শতাংশ গ্রামীণ পরিবার কৃষির ওপর নির্ভরশীল এবং এর মধ্যে ৮২ শতাংশই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।
এদিকে, চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল নতুন করে বাণিজ্য আলোচনার জন্য ভারতে আসবে বলে জানা গেছে।
তথ্যসূত্র: আরটি