গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩২


গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩২

ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে আরও ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রার্থী ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির একটি আবাসিক ভবনে বিমান হামলায় আটজন এবং তুফাহ এলাকায় আরও দুইজন নিহত হন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য সংকটের মধ্যেই অপুষ্টিতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

এই ঘটনার মধ্যে ইসরাইল গাজা সিটিতে অভিযান আরও জোরদার করেছে। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা শহরটি দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে, যা বাস্তবায়িত হলে লাখো ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় ঠেলে দেওয়া হতে পারে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এই পরিকল্পনার নিন্দা করেছে। এমনকি ইসরাইলি সেনাবাহিনীর ভেতর থেকেও বিরোধিতার সুর উঠেছে।

বৃহস্পতিবার আল জাজিরা জানায়, ইসরাইলি হামলায় উত্তর গাজার বড় অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা সিটির বাসিন্দারা নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় শহর ছাড়ার নির্দেশে আতঙ্কিত।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর পর থেকে ইসরাইল গাজায় অভিযান চালিয়ে আসছে।

মার্কিন ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে ১৮ মার্চ থেকে আবার অভিযান শুরু করে আইডিএফ।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×