নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ পরিকল্পনার নিন্দা জানাল বাংলাদেশসহ ৩১ দেশ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:১৫ পিএম, ১৬ আগস্ট ২০২৫
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল ভিশন’ সংক্রান্ত বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি দেশ।
আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিবরা এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
হিব্রু গণমাধ্যমে প্রকাশিত নেতানিয়াহুর বক্তব্যকে আন্তর্জাতিক আইন, স্থিতিশীল সম্পর্ক এবং আঞ্চলিক শান্তির বিরুদ্ধে হুমকি হিসেবে বর্ণনা করেছে এই দেশগুলো।
তারা জানান, উগ্র ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীর এলাকায় বসতি নির্মাণ অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব, পবিত্র স্থানগুলোতে আঘাত, সন্ত্রাস, অভিযান ও উচ্ছেদের মাধ্যমে ইসরায়েল যে নীতি গ্রহণ করছে, তা সংঘাত আরও বাড়িয়ে দিচ্ছে।
গণহত্যা, জাতিগত নির্মূল এবং আগ্রাসী নীতিরও তীব্র নিন্দা জানায় দেশগুলো। তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করার দাবি জানায়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, বিশেষত যুক্তরাষ্ট্রকে, আহ্বান জানানো হয় যেন ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরে হামলা বন্ধে বাধ্য করা হয়।
তারা বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানায়, যেন ফিলিস্তিনিদের আন্তর্জাতিক সুরক্ষা ও তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার বাস্তবায়নে আইনি ও নৈতিক দায়িত্ব পালন করা হয়।
সূত্র: আল জাজিরা