রাশিয়া বিশাল শক্তি, ইউক্রেনের উচিত সমঝোতায় যাওয়া: ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:০১ পিএম, ১৭ আগস্ট ২০২৫
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের সমঝোতায় যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “রাশিয়া একটি বিশাল শক্তি, আর তারা (ইউক্রেন) তা নয়।”
রয়টার্স জানিয়েছে, আলাস্কায় এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছে আরও ভূখণ্ডের দাবি জানিয়েছেন। বৈঠকের পর ট্রাম্প জানান, পুতিন যুদ্ধবিরতিতে রাজি যদি কিয়েভ দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনায় শান্তিচুক্তির গুরুত্ব উঠে এসেছে। তার ভাষায়, “সবাই মেনে নিয়েছে, ভয়াবহ এই যুদ্ধ থামানোর সেরা উপায় হচ্ছে একটি স্থায়ী শান্তিচুক্তি, কারণ যুদ্ধবিরতি প্রায়ই টেকে না।”
জেলেনস্কি পাল্টা বক্তব্যে জানান, “হত্যাযজ্ঞ থামানোই যুদ্ধ থামানোর মূল শর্ত।” তিনি যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দেন এবং সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এবারও ট্রাম্পের সাথে বৈঠককে বিশেষ কূটনৈতিক ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ও পুতিন “মূলত একমত” হয়েছেন এবং “আমরা চুক্তির বেশ কাছাকাছি। তবে ইউক্রেনকে এতে রাজি হতে হবে।”
ইউক্রেনীয় সংবিধান অনুযায়ী কোনো ভূখণ্ড ছাড়তে হলে তা পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন জেলেনস্কি। দোনেৎস্কের স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক শহরগুলোর কৌশলগত গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল জানান, ইউরোপীয় নেতারাও সোমবারের বৈঠকে যোগ দিতে পারেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ন্যায়সঙ্গত শান্তিচুক্তির জন্য অপরিহার্য।
সূত্র: রয়টার্স