পাকিস্তানের ডন নিউজের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৯ পিএম, ১৭ আগস্ট ২০২৫
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের স্থানীয় একজন সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) তার মরদেহ একটি গাড়ির ভেতর থেকে পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম খাওয়ার হোসেন। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। গাড়িটি ছিল তার পৈতৃক বাড়ির সামনে, সাংঘারের একটি রেস্তোরাঁর কাছে।
সাংঘার জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আবিদ বালোচ জানিয়েছেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তিনি বলেন, “গাড়ির ভেতরে তার হাতে একটি পিস্তল পাওয়া গেছে। এছাড়া তার মোবাইল ফোনও তার কাছেই ছিল।”
খাওয়ার হোসেন ডন নিউজের করাচি প্রতিনিধি ছিলেন। তার মৃত্যু নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ।
ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলওয়াল ভুট্টো। বর্তমানে সিন্ধে ক্ষমতায় রয়েছে পিপিপি।
পর্যবেক্ষক সংস্থা ফ্রিডম নেটওয়ার্ক জানিয়েছিল, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিন্ধ প্রদেশে সাংবাদিকদের ওপর ১৮৪টি সহিংসতার ঘটনা ঘটেছে।