ট্রাম্প আরও একবার পুতিনের চরিত্রে অভিনয় করলেন: মার্কিন সিনেটর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:২২ পিএম, ১৮ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন অভিযোগ করেছেন যে, আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘নাটকের শিকার’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৭ আগস্ট) তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আবারও ভ্লাদিমির পুতিনের চরিত্রে অভিনয় করেছেন।
এবিসির নিউজউইকের এক প্রশ্নের জবাবে সিনেটর ভ্যান হোলেন বলেন, “পুতিন আমেরিকার মাটিতে লাল গালিচায় সম্মান পেয়েছেন। কিন্তু আমরা কোনো যুদ্ধবিরতি পাইনি, পুতিন এবং জেলেনস্কির মধ্যে কোনো আসন্ন বৈঠকও নেই।
তিনি আরও উল্লেখ করেন, আপনি জানেন, ট্রাম্প যে সমস্ত হুমকি এবং নিষেধাজ্ঞার কথা বলেছিলেন, তা স্পষ্টতই একপাশে সরিয়ে রাখা হয়েছে। ট্রাম্প ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন। কিন্তু যখন ইউক্রেন এবং আমাদের ইউরোপীয় মিত্রদের কথা আসে, তখন এটি ছিল একটি ধাক্কা।
শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্প এবং পুতিন তিন ঘণ্টার জন্য রুদ্ধদ্বার বৈঠক করেন, যেখানে দুই দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পুতিন বলেন, আমরা একটি সমঝোতায় পৌঁছেছি।
এরপর ট্রাম্প ফক্স নিউজকে জানান, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই নেতা একমত হয়েছেন। কেবলমাত্র ছোটখাটো বিষয়গুলো বাকি রয়েছে।