শান্তির জন্য ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার পক্ষে ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৫ পিএম, ১৮ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার মাধ্যমে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত বলে জানা গেছে। এই তথ্য পশ্চিমা সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা আনাদোলু রোববার (১৭ আগস্ট) প্রকাশ করেছে।
নিউইয়র্ক টাইমসের বরাতে বলা হয়, ইউরোপীয় নেতাদের সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প বলেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডনবাস অঞ্চল ত্যাগ করতে রাজি হন, তবে একটি সমঝোতার পথ তৈরি হতে পারে। যদিও তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া এখনো পুরো ডনবাস দখল করতে পারেনি।
ইউরোপের দুই সিনিয়র কর্মকর্তা এই আলাপের সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কায় এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যদি ডনবাস ত্যাগ করে তবে যুদ্ধ শেষ করা সম্ভব। তিনি ট্রাম্পকে প্রস্তাব দেন, যুদ্ধের বাকি ফ্রন্টগুলোয় যুদ্ধবিরতি কার্যকর রাখা হবে।
বর্তমানে রাশিয়া পুরো লুহানস্ক নিয়ন্ত্রণ করলেও দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর—ক্রামাতোরস্ক, স্লোভিয়ানস্ক এবং অন্যান্য প্রতিরক্ষামূলক অবস্থান ইউক্রেনের দখলে রয়েছে। পুতিন জানান, যদি দোনেৎস্ক ও লুহানস্ক হস্তান্তর করা হয়, তবে তিনি খেরসন ও জাপোরিঝিয়ায় রুশ অগ্রযাত্রা থামাবেন।
ট্রাম্প বলেন, ডনবাস রাশিয়াকে দিয়ে শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব। শনিবার এক সামাজিক মাধ্যম পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতির চেয়ে স্থায়ী শান্তি চুক্তিই কার্যকর, কারণ যুদ্ধবিরতি “অনেক সময় স্থায়ী হয় না।”
এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা জানান, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ইউরোপের সমর্থনে একটি ত্রিপক্ষীয় সম্মেলনে কাজ করতে প্রস্তুত।” তবে তারা স্পষ্ট করে বলেন, “ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইউক্রেনেরই। আন্তর্জাতিক সীমানা বলপ্রয়োগে পরিবর্তন করা যাবে না।”
ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার। একটি স্থায়ী ও বাস্তব শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যা শুধুই রুশ আগ্রাসনের মধ্যবর্তী আরেকটি বিরতি নয়।”
তিনি আরও লেখেন, যুদ্ধবিরতির বদলে সরাসরি শান্তিচুক্তির দিকে যাওয়া “পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।”