জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারেন: ট্রাম্প


জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তিনি “প্রায় সঙ্গে সঙ্গে” রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে পারেন।

আল জাজিরা সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ট্রাম্প জানান, যেকোনো শান্তি আলোচনায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া পুনরুদ্ধার বা ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয় বাদ দিতে হবে।

রবিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদি চান, তাহলে প্রায় তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন কিভাবে সব শুরু হয়েছিল— ক্রিমিয়া ফিরে পাওয়া যায়নি, ন্যাটোতেও যোগ দেওয়া যায়নি। কিছু বিষয় কখনও পরিবর্তন হয় না।”

আল জাজিরার মতে, ট্রাম্পের এ মন্তব্যের সময় ইউরোপীয় নেতারাও হোয়াইট হাউসে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন, যাতে রাশিয়ার পক্ষে অতিরিক্ত সুবিধাজনক কোনো চুক্তি আটকানো যায়।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, আগেও ইউক্রেন কিছু ছাড় দিলেও পুতিন তা আরও হামলার অজুহাত হিসেবে ব্যবহার করেছেন।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “আমরা সবাই চাই এই যুদ্ধ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে শেষ হোক। এবং শান্তি স্থায়ী হতে হবে। যেমনটা বছরের আগে হয়নি— যখন ইউক্রেনকে ক্রিমিয়া ও পূর্বাঞ্চলের কিছু অংশ (ডনবাস) ছাড়তে হয়েছিল এবং পুতিন তা ব্যবহার করেছিল নতুন আক্রমণের জন্য। ১৯৯৪ সালের নিরাপত্তা নিশ্চয়তাও কাজ করেনি।”

তিনি আরও বলেন, “ক্রিমিয়া তখন ছাড়ানো উচিত ছিল না, যেমন ২০২২ সালের পরেও ইউক্রেনীয়রা কিয়েভ, ওডেসা বা খারকিভ ছাড়েনি। ইউক্রেনীয়রা তাদের ভূমি ও স্বাধীনতার জন্য লড়াই করছেন।”

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৈঠকে অংশ নিচ্ছেন। তারা ট্রাম্পকে ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখার আহ্বান জানাবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×