আলাস্কা বৈঠকে নিজস্ব টয়লেট নিয়ে যান পুতিন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০২৫
আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে গিয়ে নিজস্ব ভ্রাম্যমাণ টয়লেট নিয়ে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ইউএস-এর প্রতিবেদন অনুযায়ী, পুতিনের দেহরক্ষীরা তার মানববর্জ্য সংগ্রহ করে বিশেষ ব্যাগে সংরক্ষণ করেন এবং তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান, যাতে বিদেশি গোয়েন্দারা তার স্বাস্থ্য সম্পর্কিত কোনও তথ্য পেতে না পারে।
রুশ প্রেসিডেন্টের শারীরিক অবস্থা গোপন রাখতে দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থা চালু রয়েছে। বিশেষ করে বিদেশ সফরে গেলে পুতিনের সঙ্গে থাকা ফেডারেল প্রোটেকশন সার্ভিস (এফপিএস) সদস্যরা এই কাজটি করে থাকেন। তাদের ব্যবহৃত বিশেষ ব্রিফকেসে পুতিনের মল ও মূত্র নিরাপদে সংরক্ষণ করে নিয়ে যাওয়া হয়।
দ্য এক্সপ্রেস ইউএস ফরাসি সংবাদমাধ্যম প্যারিস ম্যাচ-এর অনুসন্ধানী সাংবাদিক রেজিস জেন্টে ও মিখাইল রুবিনের বরাত দিয়ে জানায়, ২০১৭ সালে পুতিনের ফ্রান্স সফরের সময়ও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভিয়েনা সফরের সময়ও তার দেহরক্ষীরা ভ্রাম্যমাণ টয়লেট ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন সাংবাদিক ফরিদা রুস্তামোভা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “১৯৯৯ সালে রাশিয়ার ক্ষমতায় আসার পর থেকেই পুতিন এ অভ্যাস বজায় রেখেছেন।”
সম্প্রতি, ৭২ বছর বয়সী পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। গত বছরের নভেম্বর মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে তাকে পা নাড়াতে দেখা গেলে পারকিনসন্স রোগের উপসর্গ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন চিকিৎসক বব বেরুখিম। এছাড়া ২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিনকে তার আসনে কাঁপতে দেখা যায়।
আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের সময় নিরাপত্তা ছিল সর্বোচ্চ পর্যায়ে। দেহরক্ষীরা সার্বক্ষণিক পুতিনের পাশে ছিলেন এবং তার নিরাপত্তার পাশাপাশি রুশ গোয়েন্দা তথ্য সুরক্ষায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন।
সূত্র: এনডিটিভি