নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৬ এম, ১৯ আগস্ট ২০২৫
দীর্ঘ তিন বছরের বেশি সময় পর রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার নয়াদিল্লিতে পৌঁছানোর মাধ্যমে শুরু হয় তার এই সফর, যা যুক্তরাষ্ট্রের চাপ ও শুল্কের প্রেক্ষাপটে চীন-ভারত সম্পর্ক জোরদারের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পোস্টে জানানো হয়েছে, দিল্লিতে বিশেষ প্রতিনিধি পর্যায়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বিশ্বের দুই বৃহৎ জনবহুল দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২০ সালে হিমালয় সীমান্তে সংঘর্ষের পর সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এবং ভূরাজনৈতিক অস্থিরতা চীন ও ভারতের মাঝে সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ তৈরি করেছে।
ওয়াং ইয়ের সফরে হিমালয় সীমান্ত দিয়ে বাণিজ্য পুনরায় চালু করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এটি শুধু অর্থনৈতিকভাবে নয়, প্রতীকী দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
চলতি মাসের শেষে মোদির চীন সফরের কথা রয়েছে। সেখানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হতে পারে। এটি হবে সাত বছর পর মোদির প্রথম চীন সফর।
গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সীমান্ত টহল চুক্তি স্বাক্ষরের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এই চুক্তির ফলে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচল সহজ হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি এবং ট্রাম্পের ভারতের রপ্তানিপণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে চীন-ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।
এই প্রেক্ষাপটে উভয় দেশ ২০২০ সালে স্থগিত হওয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয়েছে। একইসঙ্গে তিনটি হিমালয় সীমান্ত দিয়ে বাণিজ্য সহজীকরণ বিষয়েও আলোচনা চলছে। যদিও এই সীমান্ত বাণিজ্যের পরিমাণ দুই দেশের ১২৭.৭ বিলিয়ন ডলারের মোট বাণিজ্যের তুলনায় অল্প, তবুও এটি সম্পর্ক স্বাভাবিক করার প্রতীকী পদক্ষেপ।
(সূত্র: এএফপি)