পাকিস্তানে অতিবৃষ্টির তাণ্ডব: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০


পাকিস্তানে অতিবৃষ্টির তাণ্ডব: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০

পাকিস্তানে চলমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা ৬৯৯-এ পৌঁছেছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু নিশ্চিত হওয়ায় এই সংখ্যা বেড়ে যায়।

মঙ্গলবার (১৯ আগস্ট) পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে বার্তাসংস্থা আনাদোলু নিউজ এই খবর জানিয়েছে।

সর্বশেষ মৃত্যুর ঘটনা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঘটে। এখানে বন্যার প্রভাবে মানবিক বিপর্যয় ছড়িয়ে পড়েছে। পাকিস্তানে বর্ষা তাণ্ডব শুরু হয় ২৬ জুন থেকে, এবং সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি তীব্রভাবে খারাপ হয়ে গেছে।

আনাদোলু নিউজ জানায়, সোমবার সোয়াবি, নোশেরা, মার্দান ও পেশোয়ারসহ অন্যান্য অঞ্চলে বৃষ্টিতে ২৬ জনের প্রাণহানি ঘটে। বিশেষভাবে বুনের জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত ২২২ জন নিহত হয়েছেন এবং আরও অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

বুনেরের বেশ কিছু গ্রাম গত শুক্রবার রাতের আকস্মিক বন্যার পানিতে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। উদ্ধারকারীরা এখনও জীবিত মানুষদের খোঁজ চালাচ্ছেন। বন্যার পাশাপাশি বহু অবকাঠামো ধ্বংস হয়েছে, সাধারণ মানুষের ঘরবাড়ি ও গবাদিপশু তলিয়ে গেছে।

গত বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত শুরু হয় এবং শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এরপর মেঘ বিস্ফোরণের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। সোমবার থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৭৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩৪৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ জনগণকে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার জানান, এই বিপর্যস্ত এলাকা থেকে ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় এক হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×