রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা, ‘বেঁচে নেই কেউ’
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১২ পিএম, ১৯ আগস্ট ২০২৫
রাশিয়ার অধিকৃত জাপোরিঝিয়া অঞ্চলে জ্বালানীবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা। ইউক্রেনপন্থি সূত্রের দাবি, এই অভিযানে ট্রেনে থাকা কারও বেঁচে থাকার সুযোগ হয়নি।
সেন্টার ফর দ্য স্টাডি অব অকুপেশনের প্রতিনিধি পেত্রো আন্দ্রেওইসেচেঙ্কো তাঁর টেলিগ্রাম চ্যানেলে লেখেন, “জীবিত কোনো কিছু (ট্রেনে) রাখা হয়নি।” তিনি আরও জানান, রুশ সেনারা সাধারণত ক্ষয়ক্ষতি এড়াতে রাতের বেলা জ্বালানি পরিবহণ ও অন্যান্য সরবরাহ কার্যক্রম পরিচালনা করে। তবে এবার ইউক্রেনীয় নাশকতাকারীরা সফলভাবে ওই ট্রেনে হামলা চালাতে সক্ষম হয়েছে।
তিনি লিখেছেন, “অনেকে প্রশ্ন করেছিলেন কেন রুশরা রাতেই জ্বালানি ও গাড়ি পরিবহন করে। এর কারণ ক্ষয়ক্ষতি কমানো। কিন্তু এবার তা কোনো কাজে আসেনি। এই হামলা ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ট্রেনটির একাধিক বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। হামলার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থল জাপোরিঝিয়ার উরোজায়াঙ্ক ও তোকমাকের মাঝামাঝি এলাকায়। তবে কীভাবে এ হামলা চালানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
এ ব্যাপারে ইউক্রেন বা রাশিয়ার সরকার কেউই এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখযোগ্য বিষয় হলো, হামলার স্থানটি ইউক্রেনীয় সেনাদের ফ্রন্টলাইন থেকে যথেষ্ট দূরে। এর আগেও ইউক্রেন নিয়ন্ত্রণের বাইরে রাশিয়ার ভেতরে একাধিক বড় হামলা চালিয়েছে। গত জুনে দেশটি ১০০ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যেখানে একাধিক যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: এক্সপ্রেসইউকে